বিয়ানীবাজারে টিলা কাটার দায়ে ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬

বিয়ানীবাজারে টিলা কাটার দায়ে ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা

বিয়ানীবাজার সংবাদদাতা
সিলেটের বিয়ানীবাজার উপজেলার পল্লীতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বেআইনী ভাবে টিলা কেটে মাটি বিক্রি করার অভিযোগে ঘটনায় সাথে জড়িত ট্রাক চালক-কে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান এর নেতৃত্বে এক দল পুলিশ এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় ১১নং লাউতা ইউনিয়ন পরিষদের উত্তর পাড়িয়াবহর গ্রামের গদুর বাড়ি’র ফয়জুর রহমান খান ও খালেদ হোসেন খানদের বাড়িতে অভিযান চালিয়ে টিলা কাটার দায়ে অভিযুক্ত বাড়ির মালিক মৃত ফয়জুর রহমানের ছেলে জীবান খান ও মৃত মকমিল আলী খানের ছেলে খালেদকে সর্তক করা হয়। ঘটনার সাথে জড়িত ট্রাক চালক ইকবালকে ট্রাকসহ আটক করা হলে, প্রশাসন নির্ধারিত ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করলে ট্রাক ও চালককে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, গত ১ মাসের বেশি সময় ধরে উত্তর পাড়িয়াবহর গ্রামের জীবান খান ও খালেদ খান পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ২টি টিলার মাটি কেটে বন উজাড় করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার সাথে জড়িত উত্তর পাড়িয়াবহর গ্রামের সফাত আলীর মালিকানাধিন ও কাগজপত্র বিহীন ট্রাক্টর ও চালক করিম প্রশাসনের অভিযানের খবর পেয়ে আত্মগোপনে চলে যায়। বিয়ানীবাজার থানা ও প্রশাসন সূত্রে এ খবর নিশ্চিত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর