ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার দুপুর ১২টা থেকে ৪টি মিনি ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু হয়। দাম বাড়ার পর এই প্রথম হবিগঞ্জে এভাবে পেঁয়াজ বিক্রি শুরু হলো। হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন। এদিকে, ১২টার অনেক আগে থেকেই পেঁয়াজ কেনার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্রেতাদের লম্বা লাইন দেখা যায়। ট্রাক পৌঁছানোর সঙ্গে সঙ্গে পেঁয়াজ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রথমবারের মতো হবিগঞ্জে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি হচ্ছে। প্রতিদিন এখানে ৪ টন (৪ হাজার কেজি) পেঁয়াজ বিক্রি হবে। কেজিপ্রতি ৪৫ টাকা দরে একজন ১ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রথম দিন (রোববার) শহরের চৌধুরী বাজার, আরডি হল ও শায়েস্তানগরে পেঁয়াজ বিক্রি হয়।
প্রসঙ্গত, হবিগঞ্জের বাজারে খুচরায় এখনও পেঁয়াজ কেজিপ্রতি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host