ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
একাদশ জাতীয় সংসদ নির্বাচন আবারো পেছানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনের সাথে ঐক্যফ্রন্ট বৈঠক করার পর নির্বাচন কমিশন জানিয়েছে এ বিষয়ে আরো আলোচনা করে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।ঐ ঘোষণায় ২৩শে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেও পরবর্তীতে ১২ই নভেম্বর পুন:তফসিল ঘোষণার কথা জানান মি. হুদা।
নতুন তফসিল অনুযায়ী ৩০শে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঐ বক্তব্যে জানান প্রধান নির্বাচন কমিশনার।তবে নির্বাচনের তারিখ অন্তত একমাস পেছানোর দাবি করেছিলো ঐক্যফ্রন্ট।
নির্বাচন এক সপ্তাহ পেছানোর সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করে ঐক্যফ্রন্ট। তারা মনে করে, নির্বাচনী প্রস্তুতির জন্য শরিক দলগুলোর যে সময় দরকার তা যথেষ্ট নয়।নির্বাচন অন্তত তিন সপ্তাহ পেছানো সহ আরো কিছু দাবিতে আজ বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে বিএনপিসহ ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন নেতা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host