ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না। নির্বাচন যখন উৎসবমুখর হয় বিএনপির তখন খারাপ লাগে।
এসময় যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ রুখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার নিজের রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে বিকেল সাড়ে ৩টায় ধানমন্ডি ৩/এ এর কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পূর্ব নির্ধারিত মনোনয়ন বোর্ডের সভায় অংশ নেন তিনি।
চার দিনে আওয়ামী লীগ চার হাজারেরও বেশি মনোনয়ন ফরম বিক্রি করে।
এরমধ্যে জোটের আসন ছেড়ে বাকিদের মনোনয়ন নিয়ে এ বৈঠকে সিদ্ধান্ত হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host