ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার করা হয়।
উজ্জ্বল উপজেলা সদরের কৃষ্ণনগর গ্রামের জজ মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, ছাত্রলীগের সাবেক নেতা মনির হোসেন সর্দারের বিরুদ্ধে ২০১৭ সালে ফেসবুকে আপত্তিকর বক্তব্য লেখেন উজ্জ্বল পাঠান। এ ঘটনায় মনির হোসেন ক্ষুব্ধ হয়ে আদালতে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন।
তিনি জানান, ওই মামলায় আদালত উজ্জ্বলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host