ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
আগামী একাদশ সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দুই/তিন দিন আগে থেকে সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং ও দিনব্যাপী প্রশিণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।
তিনি বলেন, ‘সংসদ নির্বাচনের দুই থেকে তিন দিন অথবা সাত থেকে ১০ দিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী যাবে।’
ওই সময় নির্বাচনী এলাকায় বিজিবিও (বাংলাদেশ বর্ডার গার্ড) মোতায়েন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো অনেক আগে থেকেই ম্যাজিস্ট্রেসি মতাসহ সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে। আর মতাসীন আওয়ামী লীগ বলছে, ম্যাজিস্ট্রেসি মতা নয়, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকতে পারে সেনাবাহিনী।
নির্বাচন কমিশনের প থেকে বলা হয়েছিল, তফসিল ঘোষণার পর কমিশন বসে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এরপর গত ৮ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি।
তার পর আজ বৃহস্পতিবার সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত জানালো ইসি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host