ঢাকা ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০
নিজস্ব প্রতিবেদন :: সারাদেশের মতো সিলেটেও পালিত হলো ভিটামিন (এ+) ক্যাপসুল ক্যাম্পেইন। এবছর সিলেট নগরীতে ৬১ হাজার ৪১৭ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। এলাকার ২৭টি ওয়ার্ডে ২৪৭টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়াতে ৪৯৪ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।
শনিবার (১১ জানুয়ানি) সকালে নগরীর মির্জাজাঙ্গালে একটি বেসরকারি কমিউনিটি ক্লিনিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট সিটি কর্পোরেশনের তথ্য মতে, নগরের ২৭টি ওয়ার্ডে ৫ লাখ ৭৩ হাজার ৬৩৪ জন সংখ্যার বিপরীতে ৯-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬ হাজার ৩১০ জন। এর মধ্যে ১৬ জন প্রতিবন্ধী শিশু, বাকিরা স্বাভাবিক। ১২-৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৫৫ হাজার ১০৭ জন। এসব শিশুর মধ্যে ১০৪ জন প্রতিবন্ধী। এ দিন টিকাদান কার্যক্রম পরিদর্শন করছেন ৫৪ জন সুপারভাইজার।
এবার, নগরের স্থায়ী টিকাদান কেন্দ্র একটি। নিয়মিত ৩৪টি, অস্থায়ী ১০১টি, অতিরিক্ত ৭৭ এবং ভ্রাম্যমাণ ৩৪টি টিকাদান কেন্দ্রে কর্মসূচি পালন করা হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host