মুজিব আদর্শের অকুতভয় সৈনিক সিলেটের সীমান্তিক শামীম

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

মুজিব আদর্শের অকুতভয় সৈনিক সিলেটের সীমান্তিক শামীম

নিজস্ব প্রতিবেদন
পারিবারিক,একাডেমিক ও রাজনৈতিকভাবে নাম শামীম আহমদ হলেও জাতীয় ও আন্তর্জাতিকভাবে তাঁর পরিচিতি সীমান্তিক শামীম। তিনিই হচ্ছেন সিলেট জেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিক-এর মহাসচিব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত পরিবারের সন্তান শামীন আহমদ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের হাতিডহর গ্রামের মরহুম আজিজুর রহমানের পুত্র। শামীম আহমদ আজকের আওয়ামী লীগ ও মুজিব আদর্শের সৈনিক নন। তিনি শৈশবকাল থেকে মুজিব আদশের্র গড়া এক অকুতভয় সৈনিক। শৈশবে বাপ-চাচারা যখন রেডিওতে ভাষণ শুনতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, পাশে চুপটি করে বসে থাকতেন শামীম। কানে শুনতের জাতির জনকের ভাষন আর হুদয়ঙ্গম করতেন হরফে হরফে। পাশপাশি বাপ-চাচার মুখ থেকে শুনতেন শেখ মুজিবুর রহমানের আদর্শিক ও সঙগ্রামী জীবন কাহিনী। সেই শৈশব থেকেই শেখ মুজিব মুজিব নামের সাথে গড়ে উঠে তার মনের গভীর সখ্যতা। ক্রমশ উজ্জীবিত হতে থাকেন মুজিব আদর্শে। স্কুল জীবনে মিছিল দিতেন বঙ্গবন্ধু শেখ মুজিব’র নামে। জকিগঞ্জের ইছামতি উচ্চবিদ্যালয়ে মাধ্যমিকে লেখাপড়ার সময় জাতীয় দিবসগুলোতে অংশ নিতেন শেখ মুজিবের ভাষণ প্রতিযোগীতায়। সেই ইছামতি উচ্চবিদ্যালয় থেকে ছাত্রলীগের দীক্ষিত হওয়া কিশোর শামীম আহমদ কলেজ জীবনে আরো সক্রিয় হয়ে উঠেন ছাত্রলীগের রাজনীতিতে। জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পদ দিয়ে দলীয় পদপদবীর যাত্রা শুরু তাঁর। সাংগঠনিক দক্ষতা, দৃঢ়তা, একনিষ্ঠতা ও একাগ্রহচিত্ততায় পরবর্তীতে নিজেকে ঠাঁই করে নেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজনীতিতে। ফলে আজ তিনি সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। জেলা যুবলীগের গেল বছরের সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বিপুলভাবে সমাদৃত হয়ে জেলা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন তিনি।
শুধু রাজনীতি নয়, পাশপাশি কর্মজীবনে যুক্ত হন একজন নিবেদিত আত্মকর্মী হয়েই। কর্মক্ষেত্রের মেধা, যোগ্যতা ও দক্ষতায় তিনি আজ দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিক’র মহাসচিব। যুবলীগ নেতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার কারণে শামিম আহমদের নামের পাশে যুক্ত হয়ে যায় সীমান্তিক বিশেষণ। তাই সীমান্তিক শামীম বিশেষণেই তিনি দেশে-বিদেশে সমান পরিচিত। যুক্ত রয়েছেন জনসেবায় ও সমাজ সেবায়। সিলেট জেলা পরিষদের নির্বাচিত সদস্য নির্বাচিত হয়ে কাজ করে যাচ্ছেন নির্ধারিত এলাকায়। মোট কথা-মুজিব আদর্শের রাজনীতি, সেবামূলক প্রতিষ্ঠান সীমান্তিক এবং জেলা পরিষদের সদস্য হওয়ার মধ্যদিয়েই তিনি নিরলসভাবে ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন একটি সুস্থ্য, সূখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মানে।
সেবামূলক প্রতিষ্ঠান সীমান্তিক’র বহুমুখী কার্যক্রমে এবার নতুন করে যুক্ত হয়েছে মিডওয়াইফ নার্সিং,প্যারামেডিকস, মেডিকেল এ্যাসিটেন্ট (ম্যাটস) প্রশিক্ষণ। মূলত অবহেলিত ও বঞ্চিত এই সিলেট অঞ্চলে একটি দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। সীমান্তিকের প্রশিক্ষণ গ্রহণ করেই প্রশিক্ষিত যুবশক্তি সিলেটের একাধিক প্রতষ্ঠানে কাজ করছেন-এ সংখ্যা বেশ উল্লেখযোগ্য। ইতোমধ্যে তাঁর অভিজ্ঞতার ভান্ডারও বেশ সমৃদ্ধ হয়েছে কয়েকটি দেশ সফরের মধ্য দিয়ে। দেশে-বিদেশে অংশ নিয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক সেমিনারে। অভিজ্ঞতার পুরোটাই তিনি ব্যয় করছেন রাজনীতিতে। জনপ্রতিনিধিত্ব এবং সীমান্তিকের ক্ষেত্রেও প্রয়োগ করে চলছেন পুরোটাই। কাজ করছেন শিশু স্বাস্থ্য নিয়ে। শিক্ষা,মাতমৃত্যুু রোধ, পুষ্টি ও শিশুস্বাস্থ্য নিয়ে সীমান্তিক’র হয়ে শামীম নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছেন বেশ সুনাম ও সুখ্যাতির সাথে। সহজলভ্য স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে গ্রহণ করছেন নানামুখী পদক্ষেপ। জেলার প্রত্যন্ত অঞ্চলের রোগীদের পাশাপাশি নগরীর গরীব, অসহায় ও দুঃস্থ রোগীদের কল্যাণে সর্বাধিক সুযোগ সুবিধা দিয়ে ‘সীমান্তিক মাততৃসদন’ আজ নগরবাসীর এক নির্ভরতার প্রতিক। এডিবির আর্থিক সহযোগিতায় সিসিক’র প্রয়াসে সীমান্তিক আজ কাজ করছে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে। বস্তিবাসীর নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাসহ মাতৃমৃত্যুরোধে নগরীর প্রতিটি ওয়ার্ডে শামীম আহমদের সার্বিক তত্বাবধানে কাজ করছে সীমান্তিক’র একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর