ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০
শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরে যুক্ত হল নতুন তিনটি বাস। মঙ্গলবার ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন-২ এর সামনে ৩টি নতুন এসি বাস শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। অবহেলিত পরিবহন খাতকে সয়ংসম্পুর্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর। দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত ৩টি বাস সহ মোট ১৪টি যানবাহন বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলে যুক্ত হলো। চলতি বছরের মধ্যে ভাড়া করা বিআরটিসি বাস মুক্ত একটি সয়ংসম্পুর্ন পরিবহনপুল চালু করা হবে বলে উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: আনোয়ারুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মো: জহির বিন আলম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ আনোয়রুল হোসেন, রেজিস্ট্রার জনাব মুহাম্মদ ইশফাকুল হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host