ঢাকা ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদন : ঐতিহ্যবাহী বিদ্যাপিট সিলেট সরকারি মহিলা কলেজের প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কলেজ কতৃপক্ষকে সাথে নিয়ে দৃষ্টিনন্দন ফটকটি উদ্বোধন করেন। সিলেট সিটি কর্পোরেশনের চলমান সড়ক প্রশস্থকরণ প্রকল্পের জন্য সরকারি মহিলা কলেজের পুরাতন সীমানা প্রাচীরের দেয়াল ও মূল ফটক ভাঙ্গা হয়। সড়ক প্রশস্থকরণের কাজ সম্পন্ন হওয়ার পর সিসিকের উদ্যোগে নির্মাণ করা হয় সিলেট সরকারি মহিলা কলেজের সীমানা প্রাচীরও প্রধান ফটক।
নির্মান কাজ সম্পন্ন হওয়ার পর ফটকটি আজ উদ্বোধন করা হলো। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হায়াতুল ইসলাম আকঞ্জী, উপাধ্যক্ষ ফাহিমা জিন্নুরাইন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ ও কলেজের শিক্ষক -শিক্ষাথীরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host