ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
নিজস্ব প্রতিবেদন : সিনেমার কাহিনীকেও হার মানিয়েছেন সিলেটের পুলিশরা। জীবনের ঝুঁকি নিয়ে ফিল্মি স্টাইলে চুরি হওয়া কারসহ চোরকে আটক করেছে পুলিশ। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে সাড়ে ১২ টার দিকে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ চুরি হওয়া কার উদ্ধার করে। স্ই সাথে গাড়িতে থাকা স্বপন মালাকার নামে এক চোরকে আটক করতেও সমর্থ হয়।
জানা যায়- সকাল সাড়ে ১১টার দিকে নগরীর শাহজালাল উপশহর থেকে একটি কার চুরি হয়। গাড়ি নং ঢাকা মেট্রো খ -১১-৩৯৩১। উপশহরের এফ ব্লকের ২নং রোডে ৫৯নং বাসার বাসিন্দা আতিকুল ইসলাম নজরুল বাসার নিচে কারটি রেখে বাসায় উঠেন। কিছুক্ষণ পরে নিচে নেমে দেখেন কারটি নেই। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশ কন্ট্রোল রুমে ও শাহপরান থেনা পুলিশসহ এসএমপির সকল থানায় তাৎক্ষনিক পুলিশ চেক পোষ্ট বসিয়ে তল্লাশী শুরু করে। শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ূম চৌধুরীও তাৎক্ষণিক অভিযানে নামেন।
পরে মোগলাবাজার থানার ওসি আখতার হোসেনের এর নেতৃত্বে কার উদ্ধারে অভিযান চালানো হয়। অনেকক্ষণ কারের পিছে দৌড়ে ফিল্মি স্টাইলে কার সহ চুরকে আটক করেন ওসি আখতার। এসময় প্রাইভেট কারের থাকা দুই চুরের মথ্যে একজনকে কারসহ আটক করে পুলিশ।অপরজন পালিয়ে যায়।পলাতক চুরকে ধরতে অভিযানে আছে পুলিশ।
আটককৃত ব্যক্তি স্বপন মালাকার,মৌলভীবাজারের কুলাউড়ার,পিতা কানন মালাকারেরর পুত্র। মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা মেসেজ পাওয়ার সাথে সাথে মোগলাবাজার থানাধীন এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাসী শুরু করি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host