ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
জানা যায়, মঙ্গলবার বাগানের শেড ট্রির (ছায়া বৃক্ষ) ডালপালা ছাটাই করছিলেন শ্রমিকরা। কাজ শেষে ৪নং সেকশন দিয়ে হেটে যাচ্ছিলেন নারী শ্রমিকরা। ওই সময় নারী শ্রমিক মরিয়ম মুন্ডার ওপর গাছ গাছের ডাল আছড়ে পড়ে। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।
মেরিনা চা বাগানের ব্যবস্থাপক মো. রবিউল হাসান মোবাইলে বলেন, ‘অনাকঙ্খিত এ দুর্ঘটনায় আমাদের চা বাগানের নিয়মিত শ্রমিক মরিয়ম মারা যান। আমরা বাগান কর্তৃপক্ষ তাঁর পরিবারকে সকল ধরণের সহযোগিতা করবো। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্তছাড়া আইনী প্রক্রিয়ায় মরিয়মের লাশ পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রশাসনের সাথে আলাপ করছি।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আইন অনুযায়ী মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host