ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
দুর্নীতির দ্ইু মামলায় সাজা হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নিতে পারবেন বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়া এখনও নির্বাচনের যোগ্য।’
সোমবার (১৯ নভেম্বর) দলের মনোনয়নপ্রত্যাশীদের সাাৎ গ্রহণের এক পর্যায়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘সংলাপের সময় বলা হয়েছিল তফসিল ঘোষণার পর আর কোনো মামলা হবে না। কিন্তু ােভের বিষয় হলো আমাদের যে সব প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের নামে মামলা দেওয়া হচ্ছে, তাদের ধরে নিয়ে যাওয়া। আদালতকে ব্যবহার করে এসব মামলায় শুনানি বা জামিনের তারিখ নির্বাচনের পরে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে, এক ধরনের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।’
দলের মনোনয়নের বিষয়ে তিনি বলেন, ‘যারা দলের প্রতি অনুগত, দলের প্রতি আস্থাবান তাদের মনোনয়ন দেওয়া হবে।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী মিথ্যা মামলায় কারাগারে আটক। বিশেষ করে বিরোধী দলের নেতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন পাওয়ার পরও অন্যায়ভাবে মুক্তি দেয়া হচ্ছে না। একটার পর একটা মিথ্যা মামলা দেয়ার পর জামিন বিলম্ব করা হচ্ছে।
ফখরুল জানান, দ্বিতীয় দিন মনোনয়ন প্রত্যাশীদের সাাৎকারে বরিশাল ও খুলনা বিভাগের প্রার্থীদের সাাৎকার নেওয়া হচ্ছে। বরিশালের ১৮৩ প্রার্থী সাাৎকার দিয়েছেন।
সকাল ১০ টায় বরিশাল-১ আসনের প্রার্থীদের সাাৎকারের মাধ্যমে দ্বিতীয় দিনের সাাৎকার গ্রহণ শুরু হয়। বরিশাল বিভাগের সাাৎকার গ্রহণ শেষে বিকালে খুলনা বিভাগের জেলাগুলোর প্রার্থীদের সাাৎকার শুরু হবে। চলবে রাত পর্যন্ত।
আগামীকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে দেড়টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ এবং বেলা আড়াইটা থেকে রাত পর্যন্ত কুমিল্লা ও সিলেট বিভাগের প্রার্থীদেও সাাৎকার গ্রহণ করা হবে।
পরদিন বুধবার সকাল ৯ টা থেকে দেড়টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগ ও বৃহত্তর ফরিদপুর এলাকা এবং বেলা আড়াইটা থেকে রাত পর্যন্ত ঢাকা বিভাগের প্রার্থীদেও সাাৎকার গ্রহণ হবে।
এদিকে, সাাৎকার গ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদেও ভীড় ল্য করা গেছে। যদিও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তাদের অনুসারীদের নিয়ে আসতে দলীয় নিদের্শনা রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host