ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০
ডেস্ক প্রতিবেদন :: যুক্তরাজ্য নির্বাচন কমিশনের (ইসি) প্রধান স্যার জন হোমস নির্বাচনে বাংলাদেশের ডিজিটালাইজড বায়োমেট্রিক ভোটার আইডি কার্ড এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারের প্রশংসা করেছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার লন্ডনে বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সঙ্গে সাক্ষাৎকালে জন হোমস এই প্রশংসা করেন।
এ সময় বৈঠকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বৈঠকে অংশ নেন। জন হোমস আশা প্রকাশ করে বলেন, যুক্তরাজ্যও তার নির্বাচনী প্রক্রিয়া আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন করবে যা বর্তমানে ম্যানুয়াল।
বৈঠকে সিইসি নুরুল হুদা ও জন হোমস নিজ নিজ দেশের সর্বোৎকৃষ্ট চর্চা, চ্যালেঞ্জ এবং নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় করেন। তারা নির্বাচনী প্রার্থীদের সীমাবদ্ধতা ও আর্থিক জবাবদিহিতা, স্থানীয় কাউন্সিল নির্বাচন ব্যবস্থা, ডাক ব্যালটিংয়ের মাধ্যমে বিদেশি নাগরিকদের ভোটদান এবং কমনওয়েলথ দ্বৈত নাগরিক ভোটদান ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host