ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যম স্কাইপ আবার চালু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এটি খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সেক্রেটারি জেনারেল এমদাদুল হক।
তিনি জানান, ৪টা ২৫ মিনিটের দিকে মেইল পাওয়ার পর স্কাইপে খুলে দেওয়া হয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সোমবার স্কাইপে বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। যদিও বিটিআরসি তা স্বীকার করেনি। সংস্থাটির প থেকে বলা হয়েছিল, এটা কারিগরি ত্রুটির কারণে হতে পারে।
স্কাইপ বন্ধের পর বিএনপি অভিযোগ করে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপ ব্যবহার করে দলীয় প্রার্থীদের সাাৎকার নেন। এটা ঠেকাতে সরকার স্কাইপ বন্ধ করেছে।
গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয় এলাকায় ইন্টারনেট সেবাও পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছিল দলটি। অবশ্য আজ তারেক রহমান বিকল্প পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাাৎকার নিচ্ছেন বলে জানিয়েছে বিএনপি।
তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডনে বসবাস করছেন। তাঁর বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা আছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host