ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : করোনা আতঙ্কে যখন বিশ্ব স্তব্ধ, তখন নিজেই মাইক নিয়ে প্রচারণায় নামলেন হবিগঞ্জের জেলা প্রশাসক। বুধবার দুপুরে তিনি সদর হাসপাতালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচারণা চালান। এসময় তিনি মাইকিং করে জনসচেতনতামূলক কথা বলেন। পথচারী ব্যবসায়ীসহ মানুষের হাতে তুলে দেন লিফলেট।
.
হাসপাতালে রোগীর সাথে একজনের বেশি মানুষ না থাকার অনুরোধ জানিয়ে তিনি অতিরিক্ত মানুষকে হাসপাতাল ত্যাগের নির্দেশ দেন। একই সাথে কোথাও অধিক মানুষের জটলা সৃষ্টি না করার জন্যও তিনি অনুরোধ জানান।
.
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, জেলায় মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিল ৯ জন। কিন্তু বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩ জন। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host