আজ ছাতক মুক্ত দিবস

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

আজ ছাতক মুক্ত দিবস

ছাতক সংবাদদাতা
আজ ৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে ছাতক শহর পাকহানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধাদের শক্ত অবস্থানের ফলে তীব্র প্রতিরোধের মুখে দখলদার পাকহানাদাররা পরাজিত হয়ে বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকার দিকে পালাতে থাকে। পরে মুক্তিযুদ্ধারা জাতীয় পতাকা উত্তোলন করে শহরকে হানাদার মুক্ত ঘোষনা করেন। এভাবে পর্যায়ক্রমে পুরো উপজেলা শক্রমুক্ত হতে থাকে। পুরো দেশ স্বাধীন হওয়ার ১০দিন আগে ছাতক হানাদার মুক্ত হয়।

 

মুক্তিযুদ্ধা আলকাছ আলী জানান, ছাতক মুক্ত ঘোষনার আগের দিন নোয়ারাই ইউনিয়নের জয়নগর এলাকার মুক্তিযুদ্ধারা শক্ত অবস্থান নেন। আর পাকহানাদারদের অবস্থান ছিল তৎকালীন আসাম বেঙ্গল সিমেন্ট কারখানা (সিসিএল) এলাকায়। মুক্তিযুদ্ধাদের শক্তিশালী ভূমিকার ফলে ঐদিন রাতেই সিমেন্ট কারখানা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয় পাকহানাদার বাহিনী। পরদিন সকালে মুক্তিযুদ্ধাদের আক্রমনের ফলে শহর ছেড়ে ঝাওয়ার ভাঙ্গায় অবস্থান নিয়ে ব্যর্থ হয় পাকহানাদার বাহিনী। পরে প্রতি বছর মুক্তিযুদ্ধারা ৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস পালন করেন।

 

৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধা জনতা সমাবেশের আয়োজন করা হয়েছে। বিকাল ৩টায় ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

 

উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া জানান, বিজয়ের মাস ডিসেম্বর এমাস বাঙালী জাতির উল­াসের দিন। এ দিনের কর্মসূচীকে সফল করতে সমাবেশ উপলক্ষে নবনির্বাচিত মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে মুক্তিযুদ্ধা সন্তানরা সমাবেশ সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর