ঢাকা ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের পানসি ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে সাড়ে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯এর ভ্রাম্যমাণ আদালত।
খাবারে কেমিক্যাল ও বিষাক্ত রং মেশানোসহ বিভিন্ন অপরাধে তাদেরকে এ জরিমানা করা হয়।
প্রথমে সোমবার সকালে নগরের জল্লারপারস্থ পাঁচ ভাই রেস্টুরেন্টে অভিযান চালায় র্যাব। র্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযানিক দল রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন এবং খাবারে কেমিক্যাল ও বিষাক্ত রং মেশানোসহ বিভিন্ন অনিয়মের সন্ধান পায়।
এসময় রেস্টুরেন্টটিকে ৩ লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করেন। পরবর্তীতে এ সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে সতর্ক করে র্যাব।
পরে ওই অভিযানিক দল নগরের পানসি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে। এসময় খাবারে কাপড়ের রঙ ও কেমিক্যালের অস্তিত্ব পাওয়ায় রেস্টুরেন্টটিকে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পানসি রেস্টুরেন্টে অভিযান শেষে র্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, পানসি রেস্টুরেন্টের খাবারে কাপড়ের রঙ, পঁচা খাবার, মেয়াদোত্তীর্ণ ফুড ফ্লেভার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযানে পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে। যেখানেই অনিয়ম পাবো সেখানেই ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host