ঢাকা ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
মুহাম্মদ ইকবাল হোসাইন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে নৌকার টিকিট পেতে দৌড়ঝাপ শুরু করেছেন ছয় প্রার্থী। তারা প্রত্যেকেই সরকার দলের প্রার্থীতা নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে দলীয় প্রধান যাকে টিকিট দিবেন তার পক্ষে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা।
বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিপূর্বে নির্বাচনী তফশিল ঘোষণা করেছেন। তফশিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি ওই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
নৌকার দাবিদার প্রার্থীরা হলেন- জগন্নাথপুর পৌরসভার বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য জেলা আওয়ামী লীগ নেতা মাহতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আকমল খান ও প্রচার সম্পাদক আব্দুল জব্বার।
তফশিল ঘোষণার পর থেকে আবারো তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচনী তফশিল অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর থেকে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। ২২ ডিসেম্বর যাচাই-বাছাই। ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার এর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় জগন্নাথপুর পৌরসভাসহ দেশের ৬১টি পৌরসভার তফশিল ঘোষণা করে। যার প্রেক্ষিতে আজ আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়নের জন্য বৈঠক ডাকা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host