ধর্মপাশায় ট্রাক্টর চাপায় শিশু নিহত

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

ধর্মপাশায় ট্রাক্টর চাপায় শিশু নিহত

ধর্মপাশা সংবাদদাতা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কৈল্লানি হাওরে ধান আনা নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টর চাপায় সোহান মিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোহান উপজেলার জয়শ্রী ইউনিয়নের বরই গ্রামের সায়েম মিয়ার ছেলে। রোববার (১৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

 

 

স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিহত সোহান তার বাড়ির পাশে খেলা করছিল, তখন কৈল্লানি হাওরে ধান আনা নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার উপরে ওঠে গেলে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

 

 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর