ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১
প্রতীকী ছবি
জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজারের টোল আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাটলী ইউনিয়নের কামনীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে স্থানীয় রসুলগঞ্জ বাজারে কামনীপুর গ্রামের ব্যবসায়ী সাব্বির মিয়ার দোকানের মালামাল আনলোড করেন ট্রাক চালক। এসময় তার কাছে বাজারের টোল দাবি করেন একই এলাকার রমিজ মিয়া। তিনিই নিয়মিত বাজার ইজারার টাকা (টোল) আদায় করে থাকেন। ট্রাক চালক টোলের টাকা দিতে অপরাগতা জানিয়ে ব্যবসায়ী সাব্বির মিয়াকে বিষয়টি অবগত করেন। পরে ব্যবসায়ী সাব্বির ও টোল আদায়কারী রমিজের মধ্যে কথা-কাটাকাটি হয়। যার জের ধরে সন্ধ্যায় রমিজ মিয়া ও সাব্বির মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ধ্যায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৬ জন আহত হন।
আহতদের মধ্যে ছুফিয়ান মিয়া (২৬), শফিকুল বারী (২৪), আতিকুর নুর (৩৩), সেলিম মিয়া (৩২), শাহিনুর মিয়া (২২) আনোয়ার হোসেন (৩০), খালেদা বারী (২৬) ও রাব্বানী মিয়া (৬০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জগন্নাথপুর থানার উপপরির্দশক (এসআই) দ্বিপঙ্কর সরকার বলেন, টোল আদায় নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত। এব্যাপার থানায় কোনো পক্ষেই লিখিত অভিযোগ এখনো করেন নি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host