ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মে ১১, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
নদী ও নদীর পানি রক্ষা এবং পানির সুষ্ঠু ব্যবহার করা সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
তিনি বলেছেন, নদীমাতৃক বাংলাদেশের সিংহভাগ মানুষের জীবনযাত্রা গড়ে উঠেছে নদী ভিত্তিক। দেশের ব্যবসা-বাণিজ্য, কৃষি, মৎস্য সবই নদী কেন্দ্রিক। তাই নদী ও নদীর পানি রক্ষা এবং পানির সুষ্ঠু ব্যবহার করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এদিকে দেশের বিভিন্ন এলাকায় নদী ভরাট ও নাব্যতা কমে যাওয়ায় অকাল বন্যায় প্রতিবছর বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল ও মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতিপথ। নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বহমান নদী রক্ষায় বিশেষ প্রকল্প হাতে নিয়েছেন।
মঙ্গলবার (১১ মে) সকালে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী খনন প্রকল্পের উদ্বোধন শেষে বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ছাতক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দোয়ারার দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি আনোয়ার হোসেন আনু, কর্ণফুলী ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান নুরুল আলম, এজেড মেরীনশিপ ট্রেডার্স লিমিটেডের এমডি রিয়াজ উদ্দিন, হোটেল গ্র্যান্ড ভিউয়ের ডিরেক্টর ফারুক আহমদ।
বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মাস্টার আলাউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাফিজ আলী, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রঞ্জন কুমার দাস, ইউপি সদস্য মহিবুর রহমান, আব্দুল মালিক, মখছুদুল হাসান আতর, কাজী ইব্রাহিম আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির, শিশির রঞ্জন দাস, যুবলীগ নেতা লায়েক মিয়া, সোহেল আহমদ, মাষ্টার কয়েছ মিয়া, সোহেল মিয়া প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host