মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৮

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

ডেস্ক প্রতিবেদন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা দাখিলের শেষ দিন আজ বুধবার। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং তা পূরণ করে জমা দেয়া যাবে।

সরাসরি ছাড়াও এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়ন জমা দেয়া যাবে। বুধবার মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন না। এজন্য তাদের ১০ ডিসেম্বর পর্যন্ত অপো করতে হবে। সেদিন ইসি থেকে প্রতীক বরাদ্দের পরই প্রচারণার কাজ শুরু করা যাবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনকে সামনে রেখে প্রার্থীদের জন্য আচরণবিধি সম্পর্কে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর