ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২১
দোয়ারাবাজার সংবাদদাতা
দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ভারতীয় ৯০ বোতল মদসহ স্বপ্না বেগম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সমুজ আলীর স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জুলাই) গভীর রাতে দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সমুজ আলীর বাড়ি থেকে ভারতীয় অফিসার চয়েজ মদ বড় বোতল (৭৫০মিলি) ২০টি ও ছোট বোতল (১৮০মিলি) ৭০টি আমদানি নিষিদ্ধ অফিসার চয়েছ মদসহ মাদক সম্রাজ্ঞী স্বপ্না বেগমকে আটক করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে সাথে থাকা তাহার স্বামী সমুজ আলী ও সহযোগী ইয়াকুব আলী পালিয়ে যায়।
দায়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর জানান, মাদক সম্রাজ্ঞী স্বপ্না বেগম দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছিল। আটককৃত মাদক সম্রাজ্ঞীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। আমরা মাদক নির্মূলের অঙ্গীকারে বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host