ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১
নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ
ছাতকে লকডাউন কার্যকর করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। শনিবার সকাল থেকেই মাঠে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আদায় করা হয়েছে জরিমানা।
জানা গেছে ছাতক শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৬টি মামলায় ৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে।
অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন। এসময় বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীদের সর্তক করে দেয়া হয়। অভিযানের সময় সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাকির মোল্লার নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যবৃন্দ ও ছাতক থানার সহকারি পুলিশ পরিদর্শক এ এস আই জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host