সুনামগঞ্জে আরও ৮৭ করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১

সুনামগঞ্জে আরও ৮৭ করোনা রোগী শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ
গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৮৭ জন। নমুনা পরীক্ষা করা হয় ৩০৩ জনের। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার প্রায় ২৮.৭১ শতাংশ। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন জেলার ৩ উপজেলার ২৯ জন। মঙ্গলবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।

 

রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ৪৪ জনই সদর উপজেলার। এছাড়াও দোয়ারাবাজার উপজেলায় ৪ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৭ জন, তাহিরপুর উপজেলায় ১০ জন, জামালগঞ্জ উপজেলায় ৯ জন, ধর্মপাশা উপজেলায় ২ জন, ছাতক উপজেলার ৭ জন এবং জগন্নাথপুর উপজেলার ৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা পৌঁছাল ৪ হাজার ৯০৫ জনে।

 

করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে আরোগ্য লাভ করেছেন সদর উপজেলার ৮ জন, জগন্নাথপুর উপজেলার ১১ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১০ জন। এ পর্যন্ত মোট আরোগ্য লাভ করেছেন ৩ হাজার ৪২২ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন মোট ৫২ জন।

 

বর্তমানে আইসোলেসনে আছেন ১,৪৩১ জন। এরমধ্যে সর্বোচ্চ ৭৬০ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১৩২ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৫৬ জন, তাহিরপুর উপজেলায় ১৪১ জন, জামালগঞ্জ উপজেলায় ৭৮ জন, দিরাই উপজেলার ৭৫ জন, ধর্মপাশা উপজেলার ৩২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৩৭ জন, জগন্নাথপুর উপজেলায় ৭৮ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২১ জন এবং শাল্লা উপজেলায় ২১ জন আইসোলেসনে রয়েছেন।

 

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২৩ হাজার ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ৭৮ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৮০ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫২৫ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৫২৫ জন। এপর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় জেলায় মোট শনাক্তের হার ১৭.৭৬ শতাংশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর