ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১
ছাতক প্রতিনিধি
ছাতকে কৃষি বিভাগের উদ্যোগে প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ফসল ও প্রযুক্তি প্রদর্শনী বাস্তবায়ন গ্রহনকরণ কার্যক্রমের আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ তৌফিক হোসেন খান।
উপজেলার ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩০ জন কৃষকের প্রতিজনকে ইউরিয়া সার ২৫ কেজি, এমপি ১০ কেজি, ডিএমপি ১৬ কেজি, জিপসাম ১০ কেজি, দস্তা ১ কেজি এবং একটি করে সাইবোর্ড তুলে দেয়া হয়।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনির্মল তালুকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, মশিউর রহমান, আরিফ চৌধুরী, আলাউদ্দিন, বিদ্যুৎ তালুকদার, শাহ পারভেজ, কুমার শান্ত, নাসির উদ্দিন, ফারুক আহমদ, ফাতেমা বেগমসহ উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host