জগন্নাথপুরে উপসর্গ নিয়ে স্বামী স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১

জগন্নাথপুরে উপসর্গ নিয়ে স্বামী স্ত্রীর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি
মহামারি করোনার উপসর্গ থাকার পরও টিকা নিয়ে প্রাণ হারালেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের এক দম্পতি। নমুনা পরীক্ষা না করে সাধারণ জ্বর সর্দির ওষুধ সেবন করা ও তথ্য গোপন করে টিকা গ্রহণে এমন বিপত্তি ঘটতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। স্থানীয় মসজিদে স্বামীর জানাজা শেষে স্ত্রীর জানাজার নামাজ পড়া হয়। পরে পারিবারক গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

 

এলাকাবাসী জানান, উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের ছামির আলী (৭৫) ও তার পরিবারে লোকজন গত এক সপ্তাহ ধরে করোনা উপসর্গে ভুগছিলেন। করোনা পরীক্ষা না করেই ফার্মেসী থেকে ওষুধ কিনে সেবন করেন তারা। কিন্তু তাতে কোনো ফল ভোগ করেননি। এরপর করোনা উপসর্গের বিষয়টি গোপন রেখে জ্বর নিয়েই সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা গ্রহণ করেন দু’জন। মঙ্গলবার বিকেলে করোনা উপসর্গ নিয়েই মারা যান ছামির আলী। এর কিছুক্ষণের মধ্যে মারা যান স্ত্রী আনোয়াারা বেগম (৬৫)। গ্রামের মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

 

মারা যাওয়া দম্পতির চার ছেলে দুই মেয়ে। তাদের মধ্যে তিন ছেলে যুক্তরাজ্যে বসবাস করছেন। বাড়িতে থাকা অন্য সদস্যরাও করোনা উপসর্গে ভুগছেন।

 

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, পরিবারের অন্য সদস্যদের বিষয়ে খোঁজ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর