ছাতকে টিকাদান কর্মসূচিতে স্বেচ্ছাশ্রমে স্বেচ্ছাসেবকলীগ

প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২১

ছাতকে টিকাদান কর্মসূচিতে স্বেচ্ছাশ্রমে স্বেচ্ছাসেবকলীগ

ছাতক প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে করোনাভাইরাসের ইউনিয়ন ভিত্তিক টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করেছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাংলাদেশে আওয়ামী সেচ্ছাসেবকলীগ ইউনিয়ন শাখা গুলো। প্রায় দুইশত প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এ কার্যক্রমে অংশগ্রহণ করেছে।

 

সরকার ঘোষিত ইউনিয়ন ভিত্তিক টিকাদান কর্মসূচিতে শনিবার দিনভর স্বেচ্ছাশ্রমে টিকাদানে উৎসাহিত করা ও টিকা গ্রহণকারীদের স্বেচ্ছাসেবকলীগের নিজ অর্থায়নে কমল পানিয় ও পানি পান করানো হয় ছাতক উপজেলার ভাত গাঁও ইউনিয়ন, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন, দোলার বাজার ইউনিয়ন, সিংচাপইড় ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন, সৈদেরগাঁও ইউনিয়ন, নোয়ারাই ইউনিয়ন, উত্তর খুরমা ইউনিয়ন, দক্ষিণ খুরমা ইউনিয়ন,চরমহল্লা ইউনিয়ন, জাউয়া বাজার ইউনিয়ন,ছাতক ইউনিয়ন, কালারুকা ইউনিয়ন সাবেচ্ছাশ্রমে কাজ করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ইউনিয়ন শাখাগুলোর নেতৃবৃন্দ।

 

এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য শাহিন আহমেদ চৌধুরী,আহবাব মিয়া তালুকদার সাজু যুগ্ম সম্পাদক বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ সুনামগঞ্জ জেলা শাখা সহ ছাতক উপজেলা ও ছাতক পৌর শাখার নেতৃবৃন্দ।

 

এতে আরো উপস্থিত ছিলেন- মোঃ আঃ রহিম, বেলাল আহমদ, জামায়েল আহমদ, সাহেদ আহমদ, মোফাজ্জল আহমদ, তারেক আহমদ, আঃ কাদির, রিয়াদ চৌধুরী, আতাউ সানী, মোঃ রানা মিয়া, বাবুল মিয়া, রাসেল আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর