ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩
‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্ত প্রাঙ্গনে ‘তৃণমূল মানুষের জন্য শিল্প-সংস্কৃতি’ শিরোনামে তৃতীয় দিনের সাংস্কৃতিক উৎসব শুরু হয়।
সাংস্কৃতিক পরিবেশনার পূর্বে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত বীরমুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ; সিলেট জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক নীবাস রঞ্জন দাস ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল দাস।
আবৃত্তি ও নাট্যশিল্পী মাধব কর্মকারের উপস্থাপনায় সাংস্কৃতিক উৎসবে বাউলগান, লোকগান, লোকনৃত্য ও আবৃত্তি পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন অনির্বাণ শিল্পী সংগঠন, মুক্তাক্ষর, নৃত্যাঞ্জলি সিলেট, হিমাংশু বিশ্বাস, জামাল উদ্দিন হাসান বান্না, জ্যোতি ভট্টাচার্য্য, শামীম আহমদ, সৌরভ সোহেল, রবিউল আউয়াল রবি, পূর্বা, নন্দিতা দেব রিয়া, পৌলমী দেব পূজা, স্নেহা দাস, সায়েম আহমেদ, স্বস্তিকা বণিক মীম, গায়ত্রী রাণী বর্মণ, জ্যোতি সোম নূপুর, নির্বাচিতা পাল নিঝুম ও তুষ্টি সরকার। শিল্পীদের নান্দনিক পরিবেশনায় মুগ্ধ উপচে পড়া দর্শক। উৎসবে উপস্থিত হাজারো দর্শকের মুহুর্মুহুর করতালিতে প্রশংসিত হয় শিল্পীদের সকল পরিবেশনা। উৎসবটি চলবে আগামী ১৩ জানুয়ারি প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host