ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৩
রাজধানী ঢাকার শ্যামলী এলাকায় একটি ২০তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রূপায়ণ শেলটেক নামক ভবনে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ভবনটির সাত তলায় আগুন লেগেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। ১১টা ৩৫ এ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ভবন থেকে এখন পর্যন্ত ৪ নারীসহ ১৬ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ৬টি ইউনিট বর্তমানে কাজ করছে। পরিস্থিতি বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়তে পারে। আগুন নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host