ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনটি তিন কার্য দিবসের মধ্যে নিষ্পত্তির জন্য ইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি তাদের ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণে সুযোগ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
১৮ ডিসেম্বর, মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর।
এর আগে বাংলাদেশ তরিকত ফেডারেশনের নেতা রেজাউল হক চাঁদপুরীসহ কয়েকজন জামায়াত ইসলামীর ২২ নেতাকে ধানের শীষ প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিন জামায়াত প্রার্থীর ভোটে অংশগ্রহণের ওপর স্থগিতাদেশ চেয়ে রিট করেন।
২০ দলীয় জোটের শরিক জামায়াতের ২২ নেতাকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে মনোনয়ন দেয় বিএনপি।
জামায়াতের ওই প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ-৪ রফিকুল ইসলাম খান, দিনাজপুর-১ মোহাম্মদ হানিফ, দিনাজপুর-৬ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ মোহাম্মদ আজিজুল ইসলাম, গাইবান্ধা-১ মাজেদুর রহমান সরকার, পাবনা-৫ মাওলানা ইকবাল হুসাইন, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন, বাগেরহাট-৩ অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ অধ্যাপক আবদুল আলীম, খুলনা-৫ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ মাওলানা আবুল কালাম আযাদ, সাতীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক, সাতীরা-৩ মুফতি রবিউল বাশার, সাতীরা-৪ গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ শামীম সাঈদী (দেলওয়ার হোসেন সাঈদীর ছেলে), ঢাকা-১৫ ডা. শফিকুর রহমান (দলটির সেক্রেটারি জেনারেল), সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা-১১ ডা. আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম-১৫ আ ন ম শামসুল ইসলাম ও কক্সবাজার-২ হামিদুর রহমান আযাদ।
এছাড়া জামায়াতের ঢাকা মহানগরের আমীর নুরুল ইসলাম বুলবুলসহ তিন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host