আজমিরীগঞ্জে জমে উঠেছে কুরবানি পশুর হাট।

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৪

আজমিরীগঞ্জে জমে উঠেছে কুরবানি পশুর হাট।

 

রাইসুল ইসলাম নাঈম আজমিরীগঞ্জ থেকে:

পবিত্র ঈদ উল আযহা কে সামনে রেখে প্রতি বছরের মতোই এবছরেও জমে উঠেছে কুরবানির পশুর হাট।

গত ৮ জুন বিকাল বেলা থেকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ ঐতিহাসিক গরুর হাট ময়দানে প্রস্তুতি ছিল জমজমাট।

প্রতি রবিবার নির্ধারিত বাজার থাকলেও অন্য সময়ের তুলনায় ঈদের আগে কয়েক সপ্তাহে কুরবানির পশু কিনার হিড়িক পরে আজমিরীগঞ্জ গরুর হাট ময়দানে।

৯ জুন সকাল বেলা আকাশের অবস্থা খারাপ থাকলে ক্রেতাদের সমাগম না হলে দুপুরের দিকে বিভিন্ন জেলা থেকে আসতে থাকেন ক্রেতারা। সকালের তুলনায় ক্রেতাদের উপস্থিতি বাড়লেই চড়াও হয়ে উটে বিক্রিতারা।

হবিগঞ্জ জেলাসহ, সিলেট,সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া,ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলা থেকে ক্রয় করতে আসেন কুরবানির পশু ক্রেতাগণ।

দেশি জাতীয় গরু, মহিষ,ভেড়া,ছাগলের পাশাপাশি বিদেশি জাতীয় পশুও ব্যাপক।

বৃষ্টির কারণে ক্রেতাদের উপস্থিতি কম থাকলেও পরিবর্তি হাটে ক্রেতা বাড়বে বলে ধারণা করছে খামারিও পাইকারকা।

ঈদ উল আযহা কে উপলক্ষ করে নির্ধারিত দিন ছাড়াও বৃহস্পতিবার হাট বসবে বলে ধারণা করা হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর