ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
একের পর এক ভারতীয় চিনির গাড়ি আটক ও জব্দ করছে পুলিশ। প্রায় প্রতিদিনই সিলেটে বালুবাহী বা পণ্যবাহী গাড়ি থেকে জব্দ করা হয় শত শত বস্তা অবৈধ চিনি। এবার পুলিশকে ফাঁকি নতুন পথ অবলম্বন করেও পার পায়নি চোরাকারবরীরা। তারা উপরে পাথর বোঝাই করে শত শত বস্তা ভারতীয় চিনি সিলেট থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পুলিশের অভিযানে ফের শত শত বস্তার ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় আটক হয়েছেন এক যুবক। আকবর মিয়া (৪২) নামের ঐ যুবক সিলেটের জালালাবাদ থানার আঙ্গারুয়া ( পোরাবাড়ী) এলাকার এলাইছ মিয়ার ছেলে।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুহস্পতিবার (১৪ নভেম্বর) মহানগরীর শাহপরাণ থানারে আওতাধীন মুরাদপুর এলাকায় সড়কে চেকপোস্ট করা শুরু পুলিশ। এসময় মুরাদপুরের দিকে আসা একটি ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে ট্রাকটি থামে। ট্রাকে পাথর বুঝাই করা ছিলো। পরে সন্দেহেরবশে কিছু তল্লাশী করে পাথর সরাতেই পলিথিন দ্বারা আবৃত ২৮০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। এসময় আকবর মিয়াকে আটক করা হয়। পরে তাকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host