ঢাকা ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জে সামাজিক ও মানবিক সেবার লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটির আত্মপ্রকাশ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম আকাশের সভাপতিত্বে ও সহ-প্রচার উপদেষ্টা মু. মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন রশিদ তালহা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তাহিরপুরের পিছিয়ে পড়া কোমলমতি শিশুকিশোরদের শিক্ষা, স্বাস্থ্য সহ সকল মৌলিক বিষয় এবং এতিম ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার যে প্রত্যয় নিয়ে তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে কাজের মাধ্যমে সেটা তার প্রমাণ দিয়ে যাবে। শিশুদের নৈতিক ও সুস্থ সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের এই কার্যক্রমে তাহিরপুর থানা সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের অফিস উপদেষ্টা শাহজাহান আলী, সহ- অর্থ উপদেষ্টা নুরুল ইসলাম বাবুল, আইন উপদেষ্টা আব্দুল আলীম ইমতিয়াজ, শিক্ষা উপদেষ্টা মোঃ গোলাম কিবরিয়া, সমাজসেবা উপদেষ্টা ইয়াকুব হোসেন, প্রচার উপদেষ্টা রাখাব উদ্দিন বিপ্লব, সহ সভাপতি মনির হোসাইন, সালাহউদ্দিন সুজা, আব্দুল্লাহ আল মুনাঈম, সাধারণ সম্পাদক খুরশেদ আলম মহসিন, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান প্রমুখ
পরে অতিথিবৃন্দ প্রায় অর্ধশত এতিম ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host