ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(সুবিপ্রবি) উপচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে নিয়ে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট বিবৃতি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ৷
শুক্রবার(২৫ এপ্রিল) বিকেলে ৩ টায় শান্তিগঞ্জ বাজার পয়েন্টে অনুষ্ঠিত এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্বে করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
মানববন্ধনে বক্তব্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শেখ আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন (পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ), ফিনান্স ডিরেক্টর হিমায়েত মিয়া, নির্বাহী প্রকৌশলী মিনহাজ উদ্দিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ ও কর্মচারী পংকজ চক্রবত্তী সহ অনেকে। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এখানে দাসত্ব নয়, চাকরি করতে এসেছি। আমরা সুনামগঞ্জের শিক্ষার প্রসার ঘটাতে এসেছি। এখানে যারা চাকরি করেন সবাই ভালো ভালো অবস্থান থেকে এসেছেন। শুধু টাকার জন্য এখানে আসিনি৷ আমাদেরও মান সম্মান আছে। গত ২৩ তারিখ একটি সংবাদ সংবাদ সম্মেলনে আমাদের উপাচার্যকে নিয়ে কোন প্রকার কোন তথ্যপ্রমাণ ছাড়া ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট যে বিবৃতি দেয়া হয়েছে৷ আমরা অত্যন্ত ব্যথিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আশাকরবো যিনি এই বিবৃতি দিয়েছেন তিনি তা প্রত্যাহার করবেন৷ অন্যথায় আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।
তারা আরও বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের ভালো চান না তারাই মিথ্যা অপপ্রচার করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আটকে দিচ্ছেন৷ বিশ্ববিদ্যালয় কোথায় হবে সেটা নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। আমরা এসেছি চাকরি করতে। তাছাড়া বিশ্ববিদ্যালয় কোন প্রাইমারী স্কুল নয় যে এই গ্রামে হবে না সেই গ্রামে হবে। এটা মুলত সরকারি সিদ্ধান্তের বিষয়। বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারণে আমরা কেউ না। যারা আমাদের ভিসি মহোদয় কে নিয়ে মিথ্যা অপপ্রচার করছেন আমরা মনে করবো তারা ফ্যাসিবাদের একটা অংশ এবং চলমান বিশ্ববিদ্যালয় কার্যক্রম কে তারা বাঁধাগ্রস্ত করতে চান। সুনামগঞ্জবাসীকে এতে সজাগ ও সচেতন থাকতে হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host