ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ১০, ২০২৫
বিয়ানীবাজার সংবাদদাতা
বিয়ানীবাজার-গোলাপগঞ্জ সড়কের সংযোগস্থল বহরগ্রাম-শিকপুর সেতুর নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। জমি অধিগ্রহণে স্থানীয়দের আপত্তির কারণে এই সেতুর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্ট তিন উপজেলার লাখো মানুষ।
জানা যায়, বড়লেখা-বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর সহজ যোগাযোগের জন্য কুশিয়ারা নদীর উপর বহরগ্রাম-শিকপুর সেতুর নির্মাণকাজ ২০২৪ সালের ১৫ই ফেব্রুয়ারি শুরু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১৪৪ কোটি টাকা ব্যয়ে প্রাক্কলিত এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করে সরকার। তবে সংশ্লিষ্ট জমি মালিকদের কোনো ক্ষয়ক্ষতি প্রদান করা হয়নি। এতে ক্ষতিগ্রস্ত জমি মালিকরা সেতুর কাজ এগিয়ে নিতে আপত্তি জানান।
স্থানীয় সমাজকর্মী খালিকুর রহমান জানান, জমি অধিগ্রহণের বিষয়টি সিলেটের জেলা প্রশাসককে লিখিতভাবে অবগত করা হয়েছে। দ্রুত এর সুরাহা হওয়া প্রয়োজন।
সূত্র জানায়, এক সময়ের ব্যস্ততম সিলেট-গোলাপগঞ্জ-বিয়ানীবাজার রোডের বহরগ্রাম-শিকপুর ফেরি দিয়ে এখন আর ছোট-বড় গাড়ি এপার-ওপার হয় না। প্রায় তিন কিলোমিটার দক্ষিণে চন্দরপুর-সুনামপুর সেতু হওয়ায় সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখিয়ে ২০১৫ সালে হঠাৎ করে বহরগ্রাম-শিকপুর ফেরিঘাটটি বন্ধ করে দেয়। ফলে এ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আর নদীর পাড়ে নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকা মূল্যের পন্টুন। এখন এলাকার লোকজনের যাতায়াতের একমাত্র ভরসা ছোট ডিঙি নৌকা।
এদিকে, বহরগ্রাম-শিকপুর সেতু নির্মাণ দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবিতে বিয়ানীবাজারে মানববন্ধন করেন সচেতন বিয়ানীবাজারবাসী। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলাবাসীর সহজতর যোগাযোগের জন্য কুশিয়ারা নদীর উপর নির্মাণাধীন বহরগ্রাম-শিকপুর সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সিলেটে বেশ কিছু সড়ক সম্প্রসারণ ও সংস্কার কাজ করতে দায়িত্বশীলদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host