গোলাপগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে যুবক নিখোঁজ

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫

গোলাপগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে যুবক নিখোঁজ

গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে আরাফাত ইসলাম রাফি (২৭) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। রবিবার (১৭ আগস্ট) রাফি ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য গোলাপগঞ্জ আসেন। সর্বশেষ বিকেল ৪টায় তার পরিবারের সাথে মুঠোফোনে যোগাযোগ হলেও এরপর থেকে তার ফোনটি বন্ধ রয়েছে। রাফি নিখোঁজ হওয়ার পর তার মুঠোফোন থেকে এক বন্ধুর কাছে ৫০ হাজার টাকা অন্য একটি কন্ঠে চাওয়া হয়েছে বলে তার পরিবারের লোকজন জানান।
নিখোঁজ রাফির চাচাতো ভাই মনজুর আহমদ জানান, রাফি ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে যায়। সর্বশেষ বিকেল ৪ টার দিকে আমাদের সাথে যোগাযোগ হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ দেখাচ্ছে। রাফির এক বন্ধুর কাছ থেকে জানতে পারি রাফির মোবাইল থেকে কল করে ৫০হাজার টাকা চাওয়া হয়েছে।
আরাফাত ইসলাম রাফি ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র।
তার পরিবার এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর