গোলাপগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে যুবদল নেতা খুন

প্রকাশিত: ৬:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

গোলাপগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে যুবদল নেতা খুন

আব্দুল খালিক
সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় ছাত্রদল বন্ধুর হাতে রনি হোসাইন(২৯) নামের এক যুবদল নেতা খুন হয়েছেন। শনিবার (৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে পৌরসদরের কদমতলায় এ খুনের ঘটনা ঘটে।
নিহত রনি গোলাপগঞ্জ পৌর যুবদল নেতা বলে জানা গেছে। ঘটনার নেপথ্যে রনির করা নারীঘটিত কয়েকটি পোস্টকে সামনে আনছেন তার সতীর্থরা। তারা বলছেন, এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু জড়িত। ৮-১০ জনের একটি সংঘবদ্ধ অস্ত্রধারী নিয়ে রাজু এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে তার এক সতীর্থকে ভিডিওতে বলতে শোনা যায়। ভিডিওটি রাত ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ছুরিকাঘাতের পর রনির স্বজনরা তার রক্তাক্ত দেহ হাসপাতালে নিয়ে গেলে তারা জরুরি বিভাগের গেট তালাবদ্ধ দেখতে পান। আধা ঘণ্টারও বেশি সময় ডাকাডাকির পরও কেউ না খুললে ক্ষুব্ধ স্বজনরা গেটের তালা ভাঙতে চেষ্টা করেন। এসময় রনির এক সতীর্থ/ আত্মীয়কে বলতে শোনা যায়, ‘৮-১০ জনের দল নিয়ে রাজু খুন করেছে। তারা একসাথেই চলতো।’
পরে একজন গেট খুলে দিলে রনির দেহ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎক রনিকে মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, রাত ১১টার দিকে রনির তার ফেসবুকে রাজুর নারীঘটিত একটি বিষয়ে পোস্ট করেন। ওই পোস্টে রাজু ও অপর এক নারীর ছবি যুক্ত করা হয়। এর আগেও একাধিকবার তিনি এমন পোস্ট করেছেন। মূলত, নারী ঘটিত এমন পোস্ট থেকেই রনিকে খুন করা হয়েছে বলে ধারনা স্থানীয়দের।
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযানে আছেন বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর