ঢাকা ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫
নবীগঞ্জ সংবাদদাতা
নবীগঞ্জ শহরে মাদকসেবী ও চাঁদাবাজদের হামলা ও দৌরাত্ম্যের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে শহরের শহীদ আজমত চত্বর এলাকায় নবীগঞ্জ বাজার চৌমুহনী ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, সম্প্রতি নবীগঞ্জ শহরের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ৬ মে ভাই ভাই এন্টারপ্রাইজ নামের দোকানে আলমগীর মিয়া নামে এক মাদকসেবী হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং কর্ণ দাশ নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জখম করেন। এরপর ১১ মে কলা কেনাকে কেন্দ্র করে ব্যবসায়ী জগিন্দ্র সরকারের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় সুজন মিয়াসহ কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় জগিন্দ্র সরকারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, মাদকসেবী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী আব্দুল আলীম ইয়াছিনী এবং সঞ্চালনা করেন মুহিবুর রহমান। এ সময় বক্তব্য দেন নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, জায়নাল আবেদীন, অরবিন্দু রায়, মাওলানা শোয়েব আহমদ, অলিউর রহমান অলি, সৈয়দ জাহির আলী, বাবুল দেব, সুমন চন্দ্র দাশসহ অনেকেই।
মানববন্ধন চলাকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন সেখানে উপস্থিত হয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাঁর আশ্বাসের পর প্রায় এক ঘণ্টা বন্ধ থাকা দোকানপাট খুলে দেন ব্যবসায়ীরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host