ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এনজিও প্রতিষ্টান ব্র্যাকের সহযোগিতায় গতকাল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অবহিতকরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএইচও ডাঃ নুসরাত আরেফিন। বিশেষ অতিথি ছিলেন, আরএমও ডাঃ সাইদুর রহমান, ব্র্যাক এর এরিয়া ম্যানেজার মো.মাসুদ আলম।
এসময় সভায় বক্তরা অসময়ে বৃষ্টি, অতিবৃষ্টি, খরাসহ বহুমাত্রিক দুর্যোগ এবং পরিবেশের ভারসাম্যহীনতা থেকে দেশ ও জনজীবন রক্ষায় সমাজের সকলকেই সচেতন থাকার আহবান জানান। এছাড়াও সভায় জলবায়ু সম্পর্কে ধারণা, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব, খাপ খাওয়ানোর কৌশল, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, বৃক্ষনিধন প্রতিরোধ, বিভিন্ন পর্যায়ের দূষণরোধে করণীয়, সামাজিক সচেতনতা তৈরিতে ব্যক্তি পর্যায় ও প্রাতিষ্ঠানিক ভাবে করণীয় নির্ধারণসহ পরিবেশ উন্নয়ন ও জলবায়ু বিষয়ক বিশ্লেষণমুখী আলোচনা করা হয়।
ব্র্যাক কর্মকর্তা মো.মাহমুদুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে নোয়ারাই, ইসলামপুর, কালারুকা, ছৈলা আফজালাবাদ, ভাতগাঁও, চরমহল্লা ও উত্তর খুরমা ইউনিয়নে উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে উপজেলার অন্য ইউনিয়ন গুলোতে এসব কার্যক্রম শুরু হবে। উক্ত অবহিতকরণ সভায় স্বাস্থ্যকর্মী, ইমাম, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host