রাজনৈতিক প্রতিহিংসার জেরেই সাখাওয়াত পরিবারে হামলা

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

রাজনৈতিক প্রতিহিংসার জেরেই সাখাওয়াত পরিবারে হামলা

বিয়ানীবাজার সংবাদদাতা
সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগ নেতা সাখাওয়াত রহমানের বাড়িতে হামলার ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, কিছুদিন আগে তার বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে, তা ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই। আপাত দৃষ্টিতে এটিকে রাজনৈতিক প্রতিহিংসার জেরে সৃষ্ট ঘটনা বলে মনে হচ্ছে।

 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন- সাখাওয়াত রহমান দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তাছাড়া, এলাকায় তার পরিবারটি আওয়ামী পরিবার হিসেবে বেশ পরিচিত। তার দাদা-বাবা ও চাচা সবাই ফ্যাসিবাদী সরকারের আনুগত্যের সৈনিক। তাদের রক্তে আওয়ামী লীগ। সর্বশেষ ছাত্রলীগে সাখাওয়াতের সক্রিয়তাই এ হামলার কারণ বলে ধারণা করা হচ্ছে।

 

প্রসঙ্গ টেনে তারা বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পেয়েছে। অভিযোগ রয়েছে, বিএনপি ও জামায়াতের কর্মীরা এই হামলায় জড়িত। হামলাকারীরা সাখাওয়াতের বাড়িতে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর করে এবং তাকে না পেয়ে তার পরিবারের সামনে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

 

সাখাওয়াত প্রাথমিকভাবে কিছুদিন নিজ বাড়িতে থাকলেও, নিরাপত্তার কারণে পরবর্তীতে আত্মগোপনে চলে যান। অনেকের ধারণা তিনি অনেক আগেই দেশের বাইরে চলে গেছেন। আত্মগোপনে অথবা দেশের বাইরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় তিনি সবসময় বিভিন্ন পোস্টের মাধ্যমে নিজের অভিমত ব্যক্ত করেন। তার পোস্টে প্রায় সময় বিএনপি জামাত ও অন্তর্র্বতীকালীন সরকারের সমালোচনা করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকলেও বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন, তা নিয়ে অনেকে রয়েছে অনেক জল্পনা-কল্পনা। কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

এদিকে, সাখাওয়াত রহমানের এই আত্মগোপনকে অনেকটা সচেতনতার পরিচয় বলে আখ্যা দেন ওই সামাজিক সংগঠনের নেতারা। তারা বলেন, এই মুহূর্তে তার দেশে থাকাটা টিক নয়। এতে প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় বাহিরে কোথাও আত্মগোপনে থাকলে এটি তার জান-মালের নিরাপত্তার জন উত্তম হবে।

 

উল্লেখ্য, সাখাওয়াত রহমান ছাত্রলীগের রাজনীতি করলেও সামাজিক সংগঠনগুলোর প্রতি বেশ উদার ছিলেন। সুন্দর সমাজ বিনির্মাণে তার যথেষ্ট ভূমিকা রয়েছে। এলাকার ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, তিনি তা করেছেন বলে ওই নেতৃবৃন্দ স্বীকার করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর