ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫
দীর্ঘদিনের আইনি জটিলতা ও নিবন্ধন বাতিলের পর আবারও সক্রিয় রাজনীতিতে ফিরছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে দলটির নিবন্ধন পুনর্বহাল করার পাশাপাশি পুরনো নির্বাচনি প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন পুনরায় বৈধ ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটিকে প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে। সে সময় তৎকালীন কমিশন এই প্রতীকটি জামায়াতকে বরাদ্দ দেয়। ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধনের সময়ও একই প্রতীক ব্যবহার করে দলটি।
তবে ২০১৩ সালে এক রিটের রায়ের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ৯ মার্চ নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধনী গেজেটে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাতিল করা হয়, উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে।
নতুন এই সিদ্ধান্তের ফলে জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের পথ সুগম হলো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আগামী জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host