ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থান হতে ৪৮ জনকে জোর পূর্বক বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার (০৩ জুলাই) অনুমান পৌনে ৬টার দিকে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ তাদের আটক করে। এর মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ জন এবং শিশু ১৮ জন রয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায়, পাহাড়ী এলাকায় ঘুরাঘুরি করাকালীন বিজিবির টহলদল কর্তৃক তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আনুমানিক ০৬ মাস হতে ১৭ বছর পূর্বে চিকিৎসা/কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম এবং যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। পরবর্তীতে তাদেরকে ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ-ইন করানো হয়।
এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে মোট ৩৪১ জন। এছাড়া আরও কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটককৃত ৪৮ জন পুরুষ – মহিলা ও শিশু ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বাংলাদেশী নাগরিক এবং যশোর, বাগেরহাট, চাপাই-নবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা যায়। আটককৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host