ঢাকা ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সন্ধ্যায় ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, জামায়াত আমিরের ইসিজি করা হয়েছে। এখন এমআরআই করা হচ্ছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ফেসবুকে বলেন, আলহামদুলিল্লাহ, সম্মানিত আমীরে জামায়াত সুস্থ আছেন। আসরের নামাজ জামায়াতের সাথে আদায় করেছেন। প্রেশার, সুগার স্বাভাবিক আছে। হাসপাতালে চেকআপ চলছে। দোয়ার দরখাস্ত।
জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি বসে বসেই বক্তব্য শেষ করেন।
শনিবার বিকেলে মঞ্চে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই প্রথমবার লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত নেতাকর্মীরা তাকে সামলে নিলে আবারও উঠে বক্তব্য অব্যাহত রাখেন তিনি। তবে এরপর আবারও দ্বিতীয়বারের মতো পড়ে যান জামায়াত আমির। মঞ্চে বসে থাকা অবস্থায় বক্তব্য দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
এর আগে শফিকুর রহমান বলেন, আবু সাঈদরা বুক পেতে না দিলে এই বাংলাদেশ আমরা দেখতাম না। যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা যেন তাদেরকে অবজ্ঞা না করি।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে অংশ নিতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। দলটির পক্ষ থেকে সমাবেশে দেশের ডান ও ধর্মভিত্তিক ঘরানার একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এনসিপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল সমাবেশে প্রতিনিধি পাঠিয়েছে বলে জানা গেছে।
এদিকে জামায়াত আমিরকে দেখতে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। পরবর্তীতে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জামায়াতে আমিরের অসুস্থতার খবর শুনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রোগ্রাম শেষে বিএনপি মহাসচিব তাকে দেখতে যাবেন বলে জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host