ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫
শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলার আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫৯ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের মাঝে উপজেলার অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়।
মাওলানা আবুল কাশেম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাশ।
বিশেষ অতিথি আজমল আহমেদ সিইও, আব্দুল্লাহ ডেভেলপমেন্ড ফাউন্ডেশন, মাওলানা নুর আহমেদ, ভাইস প্রিন্সিপাল বীরগাঁও ইসলামী মাদ্রারাসা শান্তিগঞ্জ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাওলানা নুরে আলম সিদ্দিকী জামাতের আমির শাল্লা উপজেলা, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, সাংবাদিক ইয়াকুব শাহরিয়া, শাল্লা উপজেলার যুব দলের আহবায়ক এম এ রাজ্জাক, শাল্লা উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, মাসুদ আল কাওচার বিএনপি নেতা।
প্রধান অতিথির বক্তব্য বলেন, কৃতি শিক্ষার্থীরা এই সংবর্ধনার মধ্যমে লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হবে, সেই সাথে শাল্লা উপজেলা কে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেয়ার জন্য আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
২০২৫ সালে এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্তরাসহ মোট ৫ ৯ জন শিক্ষার্থীদের কে ক্রেস্ট প্রধান করা হয়। স্কুলগুলে হলো শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গিরিধর উচ্চ বিদ্যালয়, শাল্লা হাসিমিয়া দাখিল মাদ্রাসা, শাল্লা আটপাড়া দাখিল মাদ্রসা, শাল্লা আছলাম উদ্দীন উচ্চ বিদ্যালয়, শ্যামসুন্দর উচ্চ বিদ্যালায়, কালাই মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় সহ আর ও ৫ টি । বাস্তবায়নে অনুষ্ঠানটি আয়োজন করেছেন পাহেল মিয়া আহবায়ক বাস্তবায়ন সংবর্ধনা কমিটি অনুষ্ঠানে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host