ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের উপ পরিচালক রাফী মো. নাজমুস সা’দাৎ বলেছেন, দুর্নীতি প্রতিরোধে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে। দেশ ও সমাজের উন্নয়নে দুর্নীতি দমনের বিকল্প নেই।
তিনি বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল উচ্চ বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দুদক প্রতিরোধ কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম ঠাণ্ডা স্যারের সভাপতিত্বে ও তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজানের সঞ্চালনায় এবং সহকারী শিক্ষক মুখলিছুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এমসি কলেজের অবসরপ্রাপ্ত অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: শামসুল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান আহমদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিদুল ইসলাম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যাপিকা ও তেলিখাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামিম আরা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহমদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম,টুকেরবাজার স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মাসুদ রানা।
বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ, বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক হুমায়ূন কবীর,সহকারী শিক্ষক তুলি দাস,পার্থ কুমার।
দুটি পক্ষে তেলিখাল উচ্চ বিদ্যালয়ের ৩ জন করে মোট ৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে পক্ষ দল বিজয়ী ও বিপক্ষ দল রানার্সআপ করে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে পক্ষ দলের মারুফা আক্তার নির্বাচিত হয়। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন বিতর্ক প্রতিযোগিতায় ২ পক্ষের শিক্ষার্থীরা দারুণ পারফরম্যান্স করেন। তাদের বক্তব্যে আমরা মুগ্ধ হয়েছি, তাদের আগামী দিনের জন্য শুভকামনা রইলো।
এছাড়াও উপস্থিত ছিলেন তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খোদেজা খাতুন, রণজিৎ চন্দ্র মন্ডল, মোহাম্মদ আব্দুর রউফ, ওবায়দুর রহমান, অফিস সহকারী সুপ্রীতি দেবী, অফিস সহায়ক মাঈন উদ্দিন, পরিচ্ছন্ন কর্মী তানভীর আহমদ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host