ছাতকে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

ছাতকে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩

ছাতক সংবাদদাতা
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে ভারতীয় মদ ও একটি টিভিএস মোটরসাইকেলসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ’র নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই মো. রোমেন মিয়া।
তিনি সঙ্গীয় পুলিশ ফোর্সসহ পৌর শহরের ৩ নং ওয়ার্ডের পূর্ব নোয়ারাই ফুটবল খেলার মাঠের পার্শ¦বর্তী স্থান থেকে এসব মদ উদ্ধার ও জব্দ করেন। এসময় একটি মোটরসাইকেলও জব্দসহ তিন জনকে আটক করা হয়।
ধৃত আসামিরা হলেন- দোয়ারাবাজার থানার বাংলাবাজার ইউনিয়নের পূর্ব ঘিলাতলী গ্রামের মৃতঃ সোহরাব আলীর পুত্র মোঃ নুর আলী (২৪), নরশিংপুর ইউনিয়নের শ্যামার গাও গ্রামের বাবুল মিয়ার পুত্র মোঃ মিলন মিয়া (২০), আলহাজ আলীর পুত্র মোঃ উসমান আলী (২৮)।
ধৃতদের বিরুদ্ধে ছাতক থানায় একটি মাদক মামলা রুজু করেছেন এসআই মো. রোমেন মিয়া।
অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের মাদক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর