ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯
কানাইঘাট প্রতিনিধি
প্রধান নির্বাচন কমিশনার আগামী মার্চ মাসে উপজেলা পরিষদের সম্ভাব্য তফসিল ঘোষণা দেওয়ায় সেই নির্বাচনে কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে লড়াই করার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা শামীম আহমদ। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য শাখা আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম আহমদ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে মাঠে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার বিকেল ৩টায় কানাইঘাট প্রেসকাব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে লন্ডন মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কের সাধারণ সম্পাদক, গাছবাড়ী মডার্ণ একাডেমী এডুকেশন ট্রাস্ট ইউ.কে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক শামীম আহমদ বলেন, ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত থেকে কানাইঘাটে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি এলাকার আর্তসামাজিক উন্নয়নে কাজ করতে চান। তিনি যুক্তরাজ্যে দলীয় কর্মকান্ডের সাথে তিনি জড়িত থেকে প্রবাসে সরকারের ভাবমুর্তি তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে বলিষ্ট ভূমিকা পালন করে আসছেন। দলের সর্বস্তরের নেতাকর্মী ও এলাকার আপাময় জনসাধারণ দীর্ঘদিন ধরে স্থানীয় সরকারের নির্বাচন উপজেলা চেয়ারম্যান পদে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহ্বান জানিয়ে আসছেন।
প্রবাসী এ কমিউনিটি নেতা আরো বলেন, আমি যুক্তরাজ্য প্রবাসী হলেও সব-সময় দেশে এসে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে আর্থসামাজিক উন্নয়নে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এক্ষেত্রে দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, কানাইঘাটের প্রতিটি জনপদ আমি বিচরণ করেছি। এখন পর্যন্ত প্রত্যন্ত এলাকায় রাস্তা-ঘাট নেই, শিক্ষা-প্রতিষ্ঠান নেই, বিদ্যুৎ নেই, যা দেখে আমি হতবাক হয়েছি। বর্তমান সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে নানা ধরনের বাস্তবমুখী উদ্যোগ ও উন্নয়ন মূলক কর্মকান্ড হাতে নিলেও যোগ্য নেতৃত্বের অভাবে এবং যারা জনপ্রতিনিধি হয়েছেন, আমি মনে করি তাদের ব্যর্থতার কারণে মানুষ এসব অধিকার থেকে বঞ্চিত রয়েছেন।
দলীয় মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ আরো বলেন, দল আমার সকল সাংগঠনিক কার্যক্রম বিবেচনা করে নৌকা প্রতীক আমাকে উপহার দিলে কানাইঘাটকে দেশের একটি শ্রেষ্ঠ জনপদে পরিণত করব। দুর্নীতি-স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে সকল মত ও পথের মানুষের আশা-আকাঙ্খা পূরণে আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এজন্য শামীম আহমদ সাংবাদিক, দলের নেতাকর্মী সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রিংকু চক্রবর্তী, জেলা যুবলীগ নেতা কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ সহ প্রেসকাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host