ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়নের আক্তাপাড়া রসুলপুর গ্রামের মরহুম হাজী আব্দুল ওয়াহিদ কর্তৃক প্রতিষ্ঠিত, রসুলপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী শফিক মিয়া দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে মাষ্টার ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও আলহেরা একাডেমি’র প্রিন্সিপাল মাষ্টার দিলোয়ার হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নাদির আহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন শরিফ আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের এপিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ -৩ শান্তিগঞ্জ ও জগন্নাথপুর আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট ইয়াসিন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদ। রসুলপুর হাফিজিয়া মাদ্রাসার বিদায়ী সভাপতি এম নাসির উদ্দিন।
উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাকির আহমদ, মাস্টার ফজলুর রহমান, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ রুহুল আমীন,হাফিজ এনামুল হক,আব্দুল মজিদ সহ অনেকে।
এসময় মাদ্রাসার সদ্য বিদায়ী সভাপতি এম নাসির উদ্দিন ও লন্ডন প্রবাসী শফিক মিয়াকে সংবর্ধনা স্মারক হাতে তুলে দেন অতিথিরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host